বিশেষ প্রতিবেদন : চট্টগ্রামের হালিশহরের মুনিরনগর দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা কাজী ছৈয়দ শামসুল হক মুহাম্মদ জালাল উদ্দিন (রহ.) এর জানাজা নামায অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ জানুয়ারি বুধবার বেলা ২টায় চট্টগ্রাম হালিশহর মুনির নগর দরবার শরীফ সংলগ্ন সমুদ্রপাড়ে বিশাল অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হুজুরের বড় ছেলে বর্তমান দরবার শরীফের খেলাফত প্রাপ্ত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ মুনিরুল হক।
মরহুমের নামাজে জানাজা জানাজায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন, সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম, ডা. আফসারুল আমিন এম.পি, এম.এ লতিফ এম.পি, দিদারুল আলম এম.পি, আহলে সুন্নাত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক এম.এ মতিন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সরকারী বেসরকারী কর্মকর্তাসহ লক্ষ লক্ষ মুরিদান ও আশেকবৃন্দ।

গত মঙ্গলবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি হৃদরোগ, ডায়বেটিস ও ফুসফুসের জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। তাঁর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। তিনি হৃদরোগ ও ফুসফুসের সমস্যায় এক সপ্তাহ আগে ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও ভক্ত-মুরীদ রেখে গেছেন।

মাওলানা জালাল উদ্দিনের ছোট ছেলে সৈয়দ মাহবুবুল হক জানান, বিকেল ৪টা ২৫ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, হালিশহর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হাফেজ মুনির উদ্দিন (রহ.) ছিলেন মাওলানা জালাল উদ্দিনের (রহ.) এর দাদা। মাওলানা জালাল উদ্দিন তাঁর পিতা কাজী সিরাজুল মোস্তফা (রহ.) থেকে খেলাফতপ্রাপ্ত হয়ে দরবারের সাজ্জাদানশীনের দায়িত্ব পালন করছিলেন।
এদিকে সৈয়দ মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিনের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এমএ লতিফ। শোকবার্তায় তিনি বলেন, দলমত-নির্বিশেষে সব শ্রেণির মানুষের কাছে একজন সৎ ও গ্রহণযোগ্য মানুষ হিসেবে আলোর পথে দিকনির্দেশনা দিয়ে গেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দিন। এ আলেমের মৃত্যুতে চট্টগ্রামবাসী একজন পথপ্রদর্শককে হারিয়েছে। শোক জানিয়েছেন সাবেক মেয়র এম মনজুর আলম ও সীতাকুণ্ড সংসদ সদস্য দিদারুল আলম। আরো শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী, আল আমিন হাশেমি দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা কাজী শাহেদুর রহমান হাশেমী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম.এ মান্নান, মহাসচিব এম.এ মতিন, আহলে সুন্নাত ওয়াল জমা’আত কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, আহলে সুন্নাত সম্মেলন সংস্থা ওএসি’র সভাপতি আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, আল্লামা দোস্ত মোহাম্মদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ জুন নুরাইন, চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ), আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের চেয়ারম্যান কাজী মুহাম্মাদ জসীম উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন

একটি জাল ভোট…
২০২৩ হোক দেশের…
পদ্মা সেতুতে যান…
কুমিল্লা সিটি করপোরেশন…
বিএনপি ক্ষমতায় থাকাকালে…
আজ দ্বিতীয় ধাপের…
আজ প্রধানমন্ত্রী শেখ…
অতি জরুরি’ ভিত্তিতে…
প্রায় ১৮ মাস…

যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে ফাইজারের…

করোনা থেকে সুস্থ এক…

করোনা সংক্রমণে বিশ্বে ১৫তম…

বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের…

চীনে করোনার প্রথম ভ্যাকসিনের…