মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলাঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী পোমরা সৈয়দ বাড়ি দরবার শরীফের উদ্যোগে সৈয়দ অাযীম উদ্দীন আর আরবি (রহ.) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার বাদে মাগরিব সৈয়দ বাড়ি দরবার শরীফ প্রাঙ্গণে সৈয়দ অাযীম উদ্দীন আর আরবি (রহ.) কমিটির সভাপতি আলহাজ্ব সৈয়দ আবুল উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মেজবাহ উদ্দিন শওকত ও সৈয়দ আবদুল হামিদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, চরসদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা অাবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামের স্ট্যাডিঃ বিভাগের অধ্যাপক ড.মাওলানা মুহাম্মদ আবদুল মাবুদ, উদ্বোধনী বক্তব্যে রাখেন, সরফভাটা নেছারিয়া তৈয়বীয়া অনার্স মাদরাসার আরবী প্রভাষক মাওলানা সৈয়দ আইয়ুব নুরী, বিমেষ বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসার অারবী প্রভাষক মাওলানা নেজাম উদ্দীন নঈমী,মাওলানা অাবু মুছা অাশয়ারী, মাওলানা নঈমুল হক সরমদ নঈমী, মাওলানা মুছলেহ উদ্দীন জাবেদ প্রমুখ।

এদিকে সমাজের গুণী কৃর্তি সন্তানেরা বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ প্রাপ্ত হওয়ার বিশেষ করে ইম্পেরিয়াস হসপিটাল চট্টগ্রামে সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ নুরু উদ্দীন পারভেজ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ জিল্লুর রহমান, প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশল (তড়িৎ) পদে রুকন উদ্দীন পলাশ নিয়োগ প্রাপ্ত হওয়ার তাদেরকে পোমরা সৈয়দ বাড়ি দরবার শরীফের সৈয়দ আযীম উদ্দীন আর আরবি (রহ.) স্মৃতি সংসদ, আল আরবী ফাউন্ডেশন, এলাকাবাসী ও প্রভাসীদের পক্ষ থেকে এ গুণিজন সংবর্ধনা প্রদান করা হয়।
মাহফিল ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন, পোমরা ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি ছৈয়দুল আলম তালুকদার, সহ সাধারণ সম্পাদক সৈয়দ ছলোমান, হাফেজ মাওলানা ইছহাক,ডাঃ সৈয়দ নুরু উদ্দীন পারভেজ, সৈয়দ মুহাম্মদ রুকন উদ্দীন, সৈয়দ মুহাম্মদ আবুল কালাম আজাদ, মাস্টার রফিকুল ইসলাম, মাওলানা জিল্লুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

একটি জাল ভোট…
২০২৩ হোক দেশের…
পদ্মা সেতুতে যান…
কুমিল্লা সিটি করপোরেশন…
বিএনপি ক্ষমতায় থাকাকালে…
আজ দ্বিতীয় ধাপের…
আজ প্রধানমন্ত্রী শেখ…
অতি জরুরি’ ভিত্তিতে…
প্রায় ১৮ মাস…

যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে ফাইজারের…

করোনা থেকে সুস্থ এক…

করোনা সংক্রমণে বিশ্বে ১৫তম…

বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের…

চীনে করোনার প্রথম ভ্যাকসিনের…