চট্টগ্রাম প্রতিনিধি, সকালের কন্ঠঃ

৮ জুন ২০১৯ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব ডঃ হাছান মাহমুদ এমপি’র পিতার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও জিয়াফতের আয়োজন করা হয়। চট্টগ্রামর সকল মন্ত্রী, সিটি মেয়রসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নগরের জিইসি কনভেনশন সেন্টারে উক্ত আয়োজনে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. আফছারুল আমীন, বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, এম এ লতিফ এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, নগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, নগর আওয়ামী লীগ সহ সভাপতি সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, সাবেক সিডিএ চেয়ারম্যান, নগর আওয়ামী লীগ কোষাধ্যক্ষ আব্দুচ ছালাম, ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট কামাল উদ্দিন, চুয়েট ভিসি রফিকুল আলম, চবি উপ উপাচার্য ড. শিরীণ আকতার, চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. জাফর আলম, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ কমিটির অন্যতম সদস্য রাশেদুল ইসলাম রাসেল, চট্টগ্রামের পুলিশ সুপার নুরেআলম মিনা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উক্ত আয়োজনে আরও অংশ নিয়েছেন রাঙ্গুনিয়া পৌর মেয়র ও উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাহান সিকদার, নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, সাবেক বিএমএ সভাপতি ডা. শেখ শফিউল আজম, রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, ওয়েল গ্রুপের সিইও সৈয়দ নুরুল ইসলাম, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চটগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি কলিম সরোয়ার, সিনিয়র সাংবাদিক এজাজ মাহমুদ, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, নারীনেত্রী সাবেক কমিশনার এডভোকেট রেহানা বেগম রানু, কমিশনার হাসান মুরাদ বিপ্লব, আব্দুল কাদের, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আকবর চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জনাব ইফতেখার হোসেন বাবুল, ব্যবসায়ী নেতা আমিরুল হক’সহ নানা সেক্টরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

একটি জাল ভোট…
দ্বাদশ জাতীয় সংসদ…
নৌকা মার্কার সংসদ…
২০২৩ হোক দেশের…
পদ্মা সেতুতে যান…
কুমিল্লা সিটি করপোরেশন…
বিএনপি ক্ষমতায় থাকাকালে…
জাতির উদ্দেশ্য ভাষন।
ফেনীর ছাগলনাইয়া পৌরসভা…

যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে ফাইজারের…

করোনা থেকে সুস্থ এক…

করোনা সংক্রমণে বিশ্বে ১৫তম…

বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের…

চীনে করোনার প্রথম ভ্যাকসিনের…