ব্যাপক সারা মিলেছে ময়মনসিংহের আয়কর মেলায়।

খালেদ খুররম পারভেজ, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ব্যাপক সারা মিলেছে ময়মনসিংহের কর মেলায়(ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জ ) সপ্তাহব্যাপী আয়কর মেলা গত বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় আনন্দগন পরিবেশে শেষ হয়েছে।

ময়মনসিংহ জেলায় গত ৭ দিনের মেলায় আদায়কৃত আয়করের পরিমান ১৩,১৮,২৫,১২৯ টাকা। নতুন টিআইএন গ্রহণকারীর সংখ্যা ১৫৯৯ জন, প্রাপ্ত রির্টান এর সংখ্যা ১৪৩৬২, সেবা গ্রহণকারী করদাতা ১,০৮,১৩২ জন।

কর অঞ্চল-ময়মনসিংহ কর কমিশনার মোঃ ফজলুর রহমান জানান, কর অঞ্চল ময়মনসিংহে গত ৭ দিনে মোট আদায়কৃত আয়করের পরিমান ১৯,৭৬,০২,১৬২ টাকা। নতুন টিআইএন গ্রহণকারীর সংখ্যা ২২৬১টি, প্রাপ্ত রির্টান এর সংখ্যা ২৬৪৪০টি, সেবা গ্রহণকারী করদাতা ১,৭৬,৩৭৬ জন। কর কমিশনার কার্যালয়ের কর্মকর্তা, ট্যাক্স বারের আইনজীবীগণ সার্বক্ষনীক সকল উৎসাহিত করদাতাগণকে সবধরনের সেবা প্রদান করায় করদাতাগণ নির্ভিগ্নে সতস্ফোর্তভাবে তাদের কর প্রদান করতে পেরে অত্যন্ত খুশি। উল্লেখ্য গত ১৪ নভেম্বর আয়কর মেলা শুরু হয়।

শেরপুর জেলা ৪ দিনে আদায়কৃত আয়করের পরিমান ১,৪৫,২৯৪৯৬ টাকা। নতুন টিআইএন গ্রহণকারীর সংখ্যা ৯৯টি, প্রাপ্ত রির্টান এর সংখ্যা ২২২৫টি, সেবা গ্রহণকারী করদাতা ৯৭৫৬ জন। কিশোরগঞ্জ জেলা গত ৪ দিনে আদায়কৃত আয়করের পরিমান ১,০৭,৯২,৭৪০ টাকা। নতুন টিআইএন গ্রহণকারীর সংখ্যা ১১৯টি, প্রাপ্ত রির্টান এর সংখ্যা ২৯৩১টি, সেবা গ্রহণকারী করদাতা ১৯০৫২জন।

নেত্রকোণা জেলা গত ৪ দিনে আদায়কৃত আয়করের পরিমান ১,৪৪,০৪,৯২৭ টাকা। নতুন টিআইএন গ্রহণকারীর সংখ্যা ১৪৮টি, প্রাপ্ত রির্টান এর সংখ্যা ২৮৮৭টি, সেবা গ্রহণকারী করদাতা ১০৪৭৩জন।
জামালপুর জেলায় গত ৪দিনে আদায়কৃত আয়করের পরিমান ১,৭৪, ০৬,৮৯২ টাকা। নতুন টিআইএন গ্রহণকারীর সংখ্যা ২৫৪টি, প্রাপ্ত রির্টান এর সংখ্যা ২৮১০টি, সেবা গ্রহণকারী করদাতা ২৩৭৮৫জন।

ভালুকা উপজেলায় গত ২দিনে আদায়কৃত আয়করের পরিমান ১১,১০,০৬৭ টাকা। নতুন টিআইএন গ্রহণকারীর সংখ্যা ১৯টি, প্রাপ্ত রির্টান এর সংখ্যা ৯৯টি, সেবা গ্রহণকারী করদাতা ৮৬০জন।

গফরগাঁও উপজেলায় ২দিনে আদায়কৃত আয়করের পরিমান ৫,৯৪,৮৯৮ টাকা। নতুন টিআইএন গ্রহণকারীর সংখ্যা ২টি, প্রাপ্ত রির্টান এর সংখ্যা ৩২টি, সেবা গ্রহণকারী করদাতা ৭৫৭জন।

মুক্তাগাছা উপজেলায় ২ দিনের মেলায় আদায়কৃত আয়করের পরিমান ৩৯,৭৪,০২৯ টাকা। নতুন টিআইএন গ্রহণকারীর সংখ্যা ১২টি, প্রাপ্ত রির্টান এর সংখ্যা ৩৫৮টি, সেবা গ্রহণকারী করদাতা ৯৪১ জন।

নালিতাবাড়ী উপজেলায় ২দিনের মেলায় আদায়কৃত আয়করের পরিমান ২৯,৬৪,০২০ টাকা। নতুন টিআইএন গ্রহণকারীর সংখ্যা ৯টি, প্রাপ্ত রির্টান এর সংখ্যা ৭৩৬টি, সেবা গ্রহণকারী করদাতা ২৬২০ জন।

আরও পড়ুন

একটি জাল ভোট…
সোনাগাজিতে খেজুর রসের…
অভি’কে সিইও হিসেবে…
২০২৩ হোক দেশের…
“রেশন কার্ড পাবে…
পদ্মা সেতুতে যান…
কুমিল্লা সিটি করপোরেশন…
বিএনপি ক্ষমতায় থাকাকালে…
জাতির উদ্দেশ্য ভাষন।

যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে ফাইজারের…

করোনা থেকে সুস্থ এক…

করোনা সংক্রমণে বিশ্বে ১৫তম…

বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের…

চীনে করোনার প্রথম ভ্যাকসিনের…