খাগড়াছড়িতে বজ্রপাতে মা-ছেলে নিহত।

আব্দুর রহিম, জেলা প্রতিনিধি খাগড়াছড়ি:

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে আয়েশা খাতুন (৫৫) ও মো. আব্দুল মমিন (২২) নামে মা ও ছেলে নিহত হয়েছে। এসময় একই পরিবারের আরও দুইজন আহত হয়েছে।

১৯ মে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে প্রতিদিনের ন্যায় সেহেরির প্রস্তুতি নেয়ার সময় মাটিরাঙ্গা উপজেলার দুর্গম বড়নাল ইউনিয়নের করিম মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় আহতরা হলেন- নিহত আয়েশা খাতুনের মেয়ে আলেয়া বেগম (৩০) ও তার ছেলে মো. আরাফাত হোসেন (৮)। আহতরা মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুল জলিল জানান, ভোরে যখন পরিবারের সকলে সেহরী খাওয়ার জন্য তৈরি হচ্ছিলো তখনই বজ্রপাতে মো. আবদুল খালেকের স্ত্রী ও ছেলে নিহত হয় এবং ঘরে অবস্থান করা অপর দুই সদস্য আহত হয়।

এদিকে একই সময়ে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের খেদাচড়া এলাকায় রাজিয়া খাতুন (৫৫) নামে এ গৃহিণী আহত হয়েছে।
এসময় তাদের একটি গরু মারা গেছে বলেও জানিয়েছেন বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজজরুল ইসলাম।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোা. শামসুদ্দিন ভুইয়া বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

একটি জাল ভোট…
২০২৩ হোক দেশের…
পদ্মা সেতুতে যান…
কুমিল্লা সিটি করপোরেশন…
বিএনপি ক্ষমতায় থাকাকালে…
আজ দ্বিতীয় ধাপের…
আজ প্রধানমন্ত্রী শেখ…
অতি জরুরি’ ভিত্তিতে…
প্রায় ১৮ মাস…

যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে ফাইজারের…

করোনা থেকে সুস্থ এক…

করোনা সংক্রমণে বিশ্বে ১৫তম…

বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের…

চীনে করোনার প্রথম ভ্যাকসিনের…