আলিফ মাহমুদ কায়সার,কুমিল্লা প্রতিনিধিঃ
বাংলার মানুষের জনপ্রিয় খেলার নাম ক্রিকেট খেলা যা স্যাটেলাইট টিভির মাধ্যমে অনেকেই উপভোগ করে থাকে। চলছে দেশীয় টি-টোয়েন্টি ক্রিকেট লীগ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। টি-টোয়েন্টির এসব জমজমাট লীগকে ঘিরে এক ধরনের অসাধু চক্র প্রতিনিয়তই হাজার হাজার টাকার ফলাফল বাজি, ওভার বাজি, রান বাজিসহ বিভিন্ন ধরনের জুয়া খেলছে। জুয়াবাজির ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন অনেকেই। এই জুয়াবাজি প্রকাশ্য দিবালোকেই চলছে জেলাসহ সারা দেশে। আইনশৃঙ্খলা বাহিনী মাঝেমধ্যে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করলেও বন্ধ হচ্ছে না জুয়াবাজি। পাশাপাশি অনলাইনভিত্তিক বিভিন্ন সাইটেও সক্রিয় হয়ে উঠছেন জুয়াড়িরা। ফলে অবৈধ আর্থিক লেনদেন দিনদিন বাড়ছেই।

এদিকে বিপিএল, বিগব্যাশ শেষ হতে না হতেই মাসখানেক পর শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল। কাজেই জুয়ার এ মৌসুম সহসাই শেষ হচ্ছে না। এবারের আসরে অংশ নিচ্ছে ৭টি দল- ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটানস, রাজশাহী কিংস, চিটাগং ভাইকিংস ও সিলেট সিক্সার্স। দিনে দুটি করে ম্যাচ হচ্ছে।
এ দিকে উপজেলার মোড়ে মোড়ে চা-দোকানে বিভিন্ন ক্লাবে টিভি দেখে জুয়ার আসরে হাজার টাকা বিকাশের মাধ্যমে চালিয়ে যাচ্ছে। এলাকার প্রভাবশালীরা এ ক্রিকেট জুয়ার সাথে জড়িত বলে অনেক সমাজসেবক জানান। এ ক্রিকেট জুয়ায় স্কুল কলেজের শিক্ষার্থীরা ও বিদেশ থেকে ফিরৎ আসা যুবকরা বেশী জরিয়ে পড়েছে। লেখা পড়ার সাথে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর প্রভাবে সমাজে বাড়ছে চুরি, ডাকাতির মত অন্যায় কাজ।
উপজেলার সচেতন মহল জানান, যে ভাবে জাগায় জাগায় ক্রিকেটের নামে জুয়া শুরু হচ্ছে তা প্রশাসনের নজরদারির মাধ্যমে প্রতিকার ও বন্ধের দাবী জানান তাঁরা।আট ফেব্রুয়ারি মিরপুরে ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট আসর। এবারের আসরে প্রতি ম্যাচে দলগুলোতে খেলতে পারবেন চারজন বিদেশি খেলোয়াড়। ফলে বিপিএলে যোগ হয়েছে বাড়তি উন্মাদনা। তবে জমজমাট এ আসরকে ঘিরে সক্রিয় হয়ে উঠছেন বাজিকররা।
এ ব্যপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল ফয়সল বলেন, কোন অবস্থায় ক্রিকেটের নামে জুয়া চলতে পারে না,এ ধরনের অন্যায় কাজে জড়িতদেরকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতারে সর্বদায় সজাগ রয়েছে।

আরও পড়ুন

একটি জাল ভোট…
২০২৩ হোক দেশের…
পদ্মা সেতুতে যান…
কুমিল্লা সিটি করপোরেশন…
বিএনপি ক্ষমতায় থাকাকালে…
আজ দ্বিতীয় ধাপের…
আজ প্রধানমন্ত্রী শেখ…
অতি জরুরি’ ভিত্তিতে…
প্রায় ১৮ মাস…

যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে ফাইজারের…

করোনা থেকে সুস্থ এক…

করোনা সংক্রমণে বিশ্বে ১৫তম…

বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের…

চীনে করোনার প্রথম ভ্যাকসিনের…