হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি, সকালের কন্ঠঃ

শনিবার (১৫ই জুন’১৯) সন্ধ্যায় হাটহাজারীর ধলই ইউনিয়নের স্থানীয় এক কমিউনিটি সেন্টারে হাটহাজারীর অন্যতম সামাজিক সংগঠন “মানবতার বন্ধন” এর ঈদ পুণর্মিলনী ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষক জনাব আবুল কাসেমের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব অধ্যাপক মোঃ মঈন উদ্দিন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য জনাব শওকত আলম।
যুবনেতা ও সংগঠক জনাব মোহাম্মদ তারেকের সঞ্চালনায় আলোচনা সভার প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির অন্যতম সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক জনাব মোঃ রাশেদুল ইসলাম রাসেল বলেন, “ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সামাজিক সংগঠনগুলোর গুরুত্ব সবচেয়ে বেশী কেননা তারা প্রত্যক্ষভাবে সাধারণ মানুষকে সহায়তা করতে পারে”

প্রধান বক্তা আরো বলেন, “স্থানীয় বিত্তবানেরা নিজ নিজ এলাকা বা সমাজের দায়িত্ব নিলে কিংবা তার পাশের বাড়ির মধ্যে কেউ অসহায় আছে কিনা খেয়াল রাখলে এলাকার আমুল পরিবর্তন হবে, সংগঠনের সকলে লোকালি থাকলেও গ্লোবালি চিন্তা করে এগিয়ে যেতে হবে, লক্ষ্য অনেক বড় রাখতে হবে, মানুষের জন্য নিবেদিত হয়ে আরো স্বেচ্ছাসেবক যুক্ত হতে হবে যাতে সেবা আরো বেশী করে দেওয়া সম্ভব হয়”।

স্থানীয় তরুণদের উপস্থিতিতে প্রাণচঞ্চল এই সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সংগঠনের দাতা সদস্য ইন্জিনিয়ার জনাব মোঃ হাফিজ, মোহাম্মদ জাহেদুল আলম, উপদেষ্টা জনাব মোঃ ইসমাইল, দাতা সদস্য ও প্রবাসী যুবলীগ নেতা মোহাম্মদ আজিম।

এতে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট অন-লাইন একটিভিস্ট ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জনাব মোঃ মোরশেদুজ্জামান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক জীবন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা সবুজ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক জনাব এস এম মহিন উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ জাবেদ, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সদস্য আরহাদ হোসেন আহাদ, মোরশেদ, তানভির, আহসান, হাবিব, নেজাম, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি জিসান, রাশেদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মী।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন

একটি জাল ভোট…
২০২৩ হোক দেশের…
পদ্মা সেতুতে যান…
কুমিল্লা সিটি করপোরেশন…
বিএনপি ক্ষমতায় থাকাকালে…
আজ দ্বিতীয় ধাপের…
আজ প্রধানমন্ত্রী শেখ…
অতি জরুরি’ ভিত্তিতে…
প্রায় ১৮ মাস…

যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে ফাইজারের…

করোনা থেকে সুস্থ এক…

করোনা সংক্রমণে বিশ্বে ১৫তম…

বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের…

চীনে করোনার প্রথম ভ্যাকসিনের…