“ভালোবাসার রঙ নীল” – প্রিয়তু শ্যামা।

ভালোবাসা কাকে বলে আমি তা বুঝিনা,
শুধু বুঝি ভালোবাসার আরেক নাম “তুমি।”

তোমাকে প্রথম যেদিন ভালোবাসতে শুরু করলাম –
সেই ক্ষণ টা আজো স্পষ্ট;
ভালোবাসতে নাকি কতো কিছু লাগে,
কই? আমার তো কিছু লাগেনা!
আমিতো শুধু তোমাতেই মজে আছি।

আচ্ছা ভালোবাসার রং কি লাল?
নীল? নাকি শুভ্র সাদা?
আমার তো মনে হয় নীল,
নীল মানে তো আকাশ!
নীল মানে সমুদ্র!
নীল মানে তাই – যা তুমি আমি গননা করতে পারিনা।
যা গনণা করা যায়না,
তাই তো ভালোবাসা তাই না?

তুমি আমায় ভালোবাসো?
আমার মতো করে পারবে আমাকে ভালোবাসতে?
না – গো তুমি কখনো তা পারবেনা;
ভালোবাসায় আমি অনেক ধনী –
এতো ধন তোমার নেই।

ভালোবাসার মানুষ কে নিয়ে স্বপ্ন দেখেছো কখনো?
জানো স্বপ্নরা কেমন হয়?
আমি দেখতাম —
আমার স্বপ্নে পাওয়া ভালোবাসার মানুষ কিন্তু
আমাকেও ভালোবাসতো, খুব ভালোবাসতো।
আমার ভালোবাসার জোরে তুমি বেচেঁ থেকো
আমারই হয়ে আমারই মতো করে।

আরও পড়ুন

একটি জাল ভোট…
২০২৩ হোক দেশের…
পদ্মা সেতুতে যান…
কুমিল্লা সিটি করপোরেশন…
বিএনপি ক্ষমতায় থাকাকালে…
আজ দ্বিতীয় ধাপের…
আজ প্রধানমন্ত্রী শেখ…
অতি জরুরি’ ভিত্তিতে…
প্রায় ১৮ মাস…

যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে ফাইজারের…

করোনা থেকে সুস্থ এক…

করোনা সংক্রমণে বিশ্বে ১৫তম…

বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের…

চীনে করোনার প্রথম ভ্যাকসিনের…