আলিফ মাহমুদ কায়সার,কুমিল্লা প্রতিনিধিঃ

চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের এওয়াজবন্দ গ্রামে এফ-ওয়ান হাইব্রিড, সাকাতা, জাপান এর টমেটো বাহুবলী এর মাঠ দিবস বুধবার (২৩ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়। এ আর মালিক সীডস্ প্রাইভেট লিমিটেড এর আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে স্থানীয় কৃষক আলহাজ্ব আবদুল মতিন মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ এহতেশাম রাসূলে হায়দার।
বিশেষ অতিথির বক্তৃতা করেন- এ আর মালিক সীডস্ প্রাইভেট লিমিটেড এর ন্যাশনাল সেলস্ কো-অর্ডিনেটর মো. জাকির হোসেন, ডিভিশনাল ইন-চার্জ মো. আওলাদ হোসেন, জোনাল সেলস্ কো-অর্ডিনেটর এ.বি.এম জোবায়ের, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, এ আর মালিক সীডস্ প্রাইভেট লিমিটেড এর ডিলার মেসার্স সবুজ বীজ ভান্ডার এর স্বত্ত্বাধিকারী হাজী মো. আবদুল মবিন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কোম্পানীর টেরিটোরি অফিসার বিকাশ চন্দ্র কাঞ্জিলাল, শো-রুম ইন-চার্জ এম.ডি আরিফ, পারভেজ, এরশাদ, কৃষক মো. চাঁন মিয়া, মো. আলাউদ্দিন প্রমুখ। কৃষক মো. চাঁন মিয়া জানান- তিনি ৪২ শতক জমিতে বাহুবলী চাষ করে এপর্যন্ত তিনবার উত্তোলনে ৭০ মন বাহুবলী টমেটো পান। ওই টমেটো বিক্রি করে তিনি ৬০ হাজার টাকা আয় করেন। তাদের বক্তব্য অনুযায়ী এই টমেটোর বাজার মূল্য এবং ফলন অন্যান্য টমেটোর চেয়ে বেশি। এছাড়া ঝিমিয়ে মরা এবং ভাইরাস রোগ প্রতিরোধী জাত এটি।

আরও পড়ুন

একটি জাল ভোট…
২০২৩ হোক দেশের…
পদ্মা সেতুতে যান…
কুমিল্লা সিটি করপোরেশন…
বিএনপি ক্ষমতায় থাকাকালে…
আজ দ্বিতীয় ধাপের…
আজ প্রধানমন্ত্রী শেখ…
অতি জরুরি’ ভিত্তিতে…
প্রায় ১৮ মাস…

যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে ফাইজারের…

করোনা থেকে সুস্থ এক…

করোনা সংক্রমণে বিশ্বে ১৫তম…

বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের…

চীনে করোনার প্রথম ভ্যাকসিনের…