আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। সেই সাথে আনন্দঘন মুহুর্তে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়।
১৭ মার্চ রবিবার সকাল ১১টায় চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শিশু কিশোর ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে চান্দিনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে অতিথিরা উপকরন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে
উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ।

পরে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য শৈশব, কৈশোর, রাজনৈতিক ও সংগ্রামী জীবনী তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম, পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক। স্বাগত বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. এমরান হোসেন ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কমল বকসী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি)মো. আবুল ফয়সল,থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, উপজেলা প্রকৌশলী মোল্লা আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গাউছুল আজম, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ ভূইয়া কাউন্সিলর, কেরনখাল ইউপি চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ, বরকইট ইউপি চেয়ারম্যান মো. আবুল হাশেম প্রমুখ।অালোচনা শেষে শিশুদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগিতা, পুরুস্কার ও সাংস্কৃতিক পর্ব অনু্ষ্ঠিত হয়।

আরও পড়ুন

একটি জাল ভোট…
২০২৩ হোক দেশের…
সেনানিবাসে বাংলাদেশ সশস্ত্র…
জাতির জনক বঙ্গবন্ধুর…
বায়রা নির্বাচন ২০২০/২০২৪
“রেশন কার্ড পাবে…
পদ্মা সেতুতে যান…
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন…
কুমিল্লা সিটি করপোরেশন…

যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে ফাইজারের…

করোনা থেকে সুস্থ এক…

করোনা সংক্রমণে বিশ্বে ১৫তম…

বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের…

চীনে করোনার প্রথম ভ্যাকসিনের…