রাউজান প্রতিনিধি (চট্টগ্রাম), সকালের কন্ঠঃ

রাউজানে “সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান” গঠন উপলক্ষে মতবিনিময় সভায় ফারাজ করিম চৌধুরী বলেন,সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশসেবায় সবাইকে এগিয়ে আসতে হবে।
বর্তমান সময়টা অনেক কঠিন। মানুষের প্রতি মানুষের আন্তরিকতা ও ভালবাসা কমে যাচ্ছে। বাড়ছে দূরত্ব। আমাদের আন্তরিকতা ও সৌহার্যপূর্ণ মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। নিজেদের এলাকা ও সমাজের জন্য ভালো কাজ করার মানসিকতা তৈরী করতে হবে। সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সকলকে দেশসেবায় এগিয়ে আসতে হবে।
আজ ১৮ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টায় রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে রাউজানের সকল সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে বৃহৎ পরিসরে যুগোপযোগী সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য “সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান” গঠন উপলক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন তরুণ সমাজসেবক জনাব ফারাজ করিম চৌধুরী।

মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বিমান শ্রমিক লীগের সভাপতি দিদারুল আলম, বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশন এর সদস্য সুমন দে, রাউজান সাহিত্য পরিষদের আহবায়ক মহিউদ্দিন ইমন, পূর্ব গুজরা ক্রীড়া সংস্থার সভাপতি দিদারুল আলম, কোয়েপাড়া দেশপ্রিয় ক্লাবের সভাপতি হারাধন বসু, আলোকন ক্লাবের সাধারণ সম্পাদক এহসান উল্লাহ, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি সাইদুল ইসলাম।
উপস্থিত ছিলেন সাংবাদিক এম বেলাল উদ্দিন, নেজাম উদ্দিন রানা, আরিফুল ইসলাম চৌধুরী সোহেল, ইমতিয়াজ জামাল নকিব, তারেক হাসান, এম আইয়ুব খান, ফজল করিম, রাকিব চৌধুরী, আবু বকর আরাফাত, মিজানুর রহমান, তাজনবী ইমন, সুব্রত দত্ত, নেজাম উদ্দিন, আরফান গণি ফাহিম, আমির হোসাইন রানা, মোহাম্মদ আরমান, মনির খান ইম্পু, সাজ্জাদ হোসেন, ইশতিয়াক কামাল রাকিব, ফরহানুল ইসলাম, ফয়সাল আহমেদ, নেওয়াজ চৌধুরী, শহীদুল ইসলাম, আবদুল্লাহ আল সাকিব, মোহাম্মদ নাহিদ।


আরও পড়ুন

একটি জাল ভোট…
২০২৩ হোক দেশের…
পদ্মা সেতুতে যান…
কুমিল্লা সিটি করপোরেশন…
বিএনপি ক্ষমতায় থাকাকালে…
আজ দ্বিতীয় ধাপের…
আজ প্রধানমন্ত্রী শেখ…
অতি জরুরি’ ভিত্তিতে…
প্রায় ১৮ মাস…

যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে ফাইজারের…

করোনা থেকে সুস্থ এক…

করোনা সংক্রমণে বিশ্বে ১৫তম…

বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের…

চীনে করোনার প্রথম ভ্যাকসিনের…