হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি,সকালের কন্ঠঃ

আষাঢ়-শ্রাবণ মাসে দিনগুলোতে আকাশের রঙ ক্ষণে ক্ষণে বদলায়। তবে রঙ বদলায়নি হাটহাজারী উপজেলার মৃত মো. ইলিয়াছের স্ত্রী পারভিন আক্তারের জীবনের।

বিজ্ঞাপন

উপজেলার মেখল ইউনিয়নের ফকিরহাট এলাকার খলিফা পাড়ার কাজী বাড়ির হতদরিদ্র পারভিন চার সন্তানকে নিয়ে ভাঙা কুটিরে দুর্বিসহ জীবন যাপন করছেন।

তবে তাদের পাশে দাঁড়িয়েছে প্রবাসীরা। অল্প কিছুদিনের মধ্যে প্রবাসীদের অনুদানের অর্থ দিয়ে মেরামত করা হবে পারভিন আক্তারের সেই জরাজীর্ণ বসতঘরটি। এতে মহাখুশি পারভিন আক্তার ও তার পরিবারের ৪ সদস্য।

পারভিন আক্তারের জরাজীর্ণ বসতঘরটি মেরামত করে দিতে এগিয়ে এলো সংযুক্ত আরব আমিরাতে আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠা লাভ করা অরাজনৈতিক সংগঠন হাটহাজারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড।

সোমবার বিকাল ৫টার দিকে উক্ত ওই সংগঠনের নেতৃবৃন্দ পারভিন আক্তারের বাড়িতে হাজির হয়। এ সময় তারা পারভিন আক্তার ও তার ৪ ছেলেমেয়ের সঙ্গে কথা বলেন। এ সময় তাদের জরাজীর্ণ বসতঘরটি মেরামতের জন্য নগদ ৪০ হাজার টাকার অনুদান প্রদান করেন তারা।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনটির কার্যকারী সদস্য মো. আাজিজুল হক তালুকদার, গাজী শিব্বির আহমেদ, রেজাউল করিম রেজা, সাইমুম ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মো. আতাউর রহমান মিয়া, মেখল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন, বাস মালিক সমিতি প্রচার সম্পাদক মো. শাহজাহান, মো. আজম, মো. মনিরুল ইসলাম, মো. ইব্রাহিম, মুরাদ আলী সম্রাট ও মো. ইউছুফ প্রমুখ।

পারভিন আকতার সকালের কন্ঠকে জানায়,প্রবাসী ভাইদের কষ্টে অর্জিত টাকা দিয়ে হাতেগড়া “হাটহাজারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড সংযুক্ত আরব আমিরাত “সংগঠনটি আজ যে ৪০০০০ টাকা অনুদান দিয়ে আমাদের পাশে দাড়ালেন তা কিন্তু কখনো ভুলার মতই নয়,কেননা এই সংগঠনটি এতিমদের পাশে এসে দাড়িয়েছে।।আমি দোয়া করি যেন এই সংগঠনটি সফলতার সাথে অনেক দূর এগিয়ে যাবে।

প্রসঙ্গত, ৯ জুন রাত সোয়া ৩টার দিকে পারভিন আক্তারের বসতঘরে চোর প্রবেশ করে আলমারীতে গচ্ছিত রাখা যাকাত-ফিতরা বাবদ সংগৃহীত ৯ হাজার টাকা চোরে চুরি করে নিয়ে যায়। রমজান মাসে এতিম সন্তানদের জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব টাকা সংগ্রহ করেছিল মা পারভিন আক্তার। এ সময় চোর ঈদে ছেলেমেয়েদের পাওয়া সালামির হাজার চারেক টাকাও চুরি নিয়ে যায়।

আরও পড়ুন

একটি জাল ভোট…
২০২৩ হোক দেশের…
পদ্মা সেতুতে যান…
কুমিল্লা সিটি করপোরেশন…
বিএনপি ক্ষমতায় থাকাকালে…
আজ দ্বিতীয় ধাপের…
আজ প্রধানমন্ত্রী শেখ…
অতি জরুরি’ ভিত্তিতে…
প্রায় ১৮ মাস…

যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে ফাইজারের…

করোনা থেকে সুস্থ এক…

করোনা সংক্রমণে বিশ্বে ১৫তম…

বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের…

চীনে করোনার প্রথম ভ্যাকসিনের…