আরব আমিরাত প্রতিনিধি,সকালের কন্ঠঃ

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু বাংলাদেশ এক অবিচ্ছিন্ন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৫ ই আগষ্ট ১৯৭৫ স্ব পরিবারে হত্যার মধ্য দিয়ে দেশীয় ষড়যন্ত্রকারী ও বিদেশীদের মদদপুষ্ট কিছু কাপুরষ বঙ্গবন্ধুর আকাশ ছোঁয়া জনপ্রিয়তা দেখে বিষাক্ত কাল নাগিনীর ছায়া হয়ে ছুটতে শুরু করে অবশেষে শেষ পরিণতি খন্দকার মোশতাকের সৃষ্টি হয়। তারপর থেকে শুরু হয় চিরতরে বঙ্গবন্ধু বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার কুটছি রচনা করে বাংলার সাধারণ মানুষের সাথে ধোঁকা বাজী করতে কিন্তুু ইতিহাস চলে তার আপন নিজস্ব গতিতে। তারই প্রমাণ বঙ্গবন্ধুর শততম জন্ম বার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ ২০২০ পালন মধ্য দিয়ে দূর প্রবাসে ও ব্যতিক্রম আয়োজন করতে একটু ও পিছিয়ে নেই দূর প্রবাসে বসবাসরত বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পিতা মুজিবের আপোষহীন সৈনিকরা। তারই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস আবুধাবী এবং বাংলাদেশ কনসুলেট জেনারেলের দুবাই এর যৌথ উদ্যােগে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সার্বিক তত্ত্বাবাধনে জাতির জনকের জন্ম শততম বার্ষিকী উপলক্ষে আয়োজন করে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০।

সবুজ পরিবেশ বেষ্টনী পরিহিত আমিরাতের শহরে আল আইনে জমকালো অনুষ্ঠান মধ্য দিয়ে পদ্দা উঠলো বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর। যাহা খেলার জগতে একটি অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে চিরকাল। আল আইন প্রবাসী বাংলাদেশী কমিউনিটির আয়োজনে, আল আইনের বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ, দানবীর, সফল ব্যবসায়ী, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব শেখ ফরিদ আহম্মদ সি আই পির নেতৃত্বে আয়োজক কমিটির সদস্য বৃন্দ জনাব মোহাম্মদ আইয়ুব, জনাব হাজী আলতাফ হোসেন, জনাব কাছা উদ্দিন কাছা, জনাব আবদুল কাদের সিদ্দিকী, জনাব মনিরুল হক টুটুল, জনাব মোহাম্মদ রফিক, জনাব মোহাম্মদ সোলায়মান, জনাব শেখ আহম্মদ, জনাব এম এ হান্নান হিরো, জনাব মোহাম্মদ তারেকুর রহমান চৌধুরী রুবেল, জনাব মোহাম্মদ ইয়াকুব, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জনাব সেলিম উল্লাহ খাঁন, জনাব মনছুর আহমদ, জনাব মোহাম্মদ ফরিদ, জনাব জসিমউদদীন লাস্কর রুমী, জনাব মোহাম্মদ মনছুর, জনাব মোহাম্মদ ইসমাইল, জনাব মোহাম্মদ তৌফিক, জনাব বদরুল উদ্দিন সিদ্দিকী, জনাব সামশুল করিম জাহাঙ্গীর সহ আরো অন্যান্য। মান্যবর কনসুলেট জেনারেল দুবাই জনাব মোহাম্মদ ইকবাল হোসেন খান এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ সালেহ আল কাসেমী। উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, জনাব অধ্যাপক এম এ সবুর, জনাব সেলিম উদ্দিন চৌধুরী, জনাব ইসমাইল গণি চৌধুরী, জনাব আরশাদ হোসেন হিরু, জনাব ইমরাদ হোসেন ইমু, জনাব শওকত আকবর, জনাব আজাদ হোসেন, জনাব নাছির উদ্দিন তালুকদার, জনাব জসিম উদ্দিন মল্লিক, জনাব মহিউদ্দিন, জনাব গোলাম কাদের ইফতি, জনাম কামরুল হাসান, জনাব জামশেদ হোসেন, জনাব আবু তাহের, জনাব কামরুল হাসান জুয়েল, জনাব জসিম উদ্দিন, জনাব মাহাবুব খন্দকার, জনাব ফরিদ মিয়া, জনাব মোহাম্মদ কালেদ সহ আমিরাতে বসবাসরত বিভিন্ন প্রাদেশীক শহর থেকে আগত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ও সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের ভিন্নতা অনতে বিশেষ ভূমিকা পালন করেন ইয়ুথ বাংলা কালচারের ফোরাম, অজস্র ধন্যবাদ মিসেস গুলশান আরা আপা আহ্বায়ক ইয়ুথ বাংলা। দেশীয় সাংস্কৃিতিক, দেশাত্ব বোধক সঙ্গীত পরিবেশনের জন্য বিশাল একটি আয়োজন করার জন্য। শত ব্যস্ততার মাঝেও কিছুটা মুহুর্ত আনন্দ উপভোগ করে প্রবাসে য়েন এক খন্ড বাংলাদেশ খানিকটা সময়ের জন্য বিশালতা আনন্দময়। অশেষ ধন্যবাদ আয়োজক কমিটির সকল নেতৃবৃন্দ কে রাতদিন নিরলসভাবে পরিশ্রম করে সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়া জন্য।

আরও পড়ুন

একটি জাল ভোট…
২০২৩ হোক দেশের…
পদ্মা সেতুতে যান…
কুমিল্লা সিটি করপোরেশন…
বিএনপি ক্ষমতায় থাকাকালে…
আজ দ্বিতীয় ধাপের…
আজ প্রধানমন্ত্রী শেখ…
অতি জরুরি’ ভিত্তিতে…
প্রায় ১৮ মাস…

যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে ফাইজারের…

করোনা থেকে সুস্থ এক…

করোনা সংক্রমণে বিশ্বে ১৫তম…

বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের…

চীনে করোনার প্রথম ভ্যাকসিনের…